টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত।
বি এ রায়হান, গাজীপুর:
জাতীয় বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি কে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ "স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ" ক্যাটাগরিতে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পদক "স্বাধীনতা পুরস্কার-২০২১" প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় আনন্দ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১১ টায় টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
আনন্দ মিছিলটি কলেজের ছাত্র সংসদ থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও শহীদ মিনার প্রদক্ষিণ করে বিজ্ঞান ভবনে এসে শেষ হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো. সেলিম খান, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিশির, সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম জয়, দপ্তর সম্পাদক কাজী জাহিদ হাসান জয়, মিরাজুর রহমান রায়হান, শ্রাবন বেপারি অপু, তামজিদুল ইসলাম তামিম, আশরাফুল ইসলাম অপু প্রমুখ।
আনন্দ মিছিল শেষে ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর বলেন, ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার এমপি কে মরণোত্তর "স্বাধীনতা পুরস্কার-২০২১" প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা গাজীপুরবাসী গর্বিত ও আনন্দিত। আমার টঙ্গী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এবং গাজীপুরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, শহীদ আহাসান উল্লাহ মাষ্টার কোন শুধু একজনের নাম নয় গাজীপুরের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দনের নাম। ন্যায়, নীতি, আদর্শিক একজন বীর মুক্তিযোদ্ধার নাম। যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশের নাম থাকবে ততদিন শহীদ আহসান উল্লাহ মাস্টার এর নাম অবিনশ্বর হয়ে থাকবে।